১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বাঁকুড়া থেকে এল নীল গাই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্কঃ আলিপুর চিড়িয়াখানায় এল এক নতুন সদস্য। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি নীলগাইকে পাঠানো হল আলিপুর চিড়িয়াখানায়। বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের একটি জংলি গাই দেখতে পায় স্থানীয় মানুষ। গাইটির গায়ে ঘাড়ে কেশর আছে, তবে শিং নেই। প্রথম তারা সেটি ঘোড়া বলে মনে করে। এর পর তারা খবর দেন বনদফতরে। বনদফতরের কর্মীরা সেই গাইটি নিয়ে যান জয়পুরে। এর পর সেটিকে আলিপুর চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

স্থানীয় মানুষের কথায় বেশ কয়েকদিন ধরে গাইটিকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখা যায়। তার পর হঠাৎ করে সেটির আর খোঁজ পাওয়া যায়নি। এর পর মঙ্গলবার সেটি হদিশ পাওয়া যায়। চোরকুন্দার জঙ্গলে। এর পর বনকর্মীরা সেটিকে ধরতে গেলে গাইটি নালায় পড়ে যায়। তখনই তাকে পাকরাও করা হয়।

বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া গাইটি একটি পূর্ণ বয়স্ক স্ত্রী গাই। পুরুষ গাইয়ের রং নীল হয়ে থাকে। বিহারের জঙ্গলে এই ধরনের গাই দেখতে পাওয়া যায়। প্রাথমিভাবে বনদফতরের কর্মীদের অনুমান পাচারকারীরার নীলগাইটিকে এখানে ছেড়ে দিয়ে গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বাঁকুড়া থেকে এল নীল গাই

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আলিপুর চিড়িয়াখানায় এল এক নতুন সদস্য। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি নীলগাইকে পাঠানো হল আলিপুর চিড়িয়াখানায়। বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের একটি জংলি গাই দেখতে পায় স্থানীয় মানুষ। গাইটির গায়ে ঘাড়ে কেশর আছে, তবে শিং নেই। প্রথম তারা সেটি ঘোড়া বলে মনে করে। এর পর তারা খবর দেন বনদফতরে। বনদফতরের কর্মীরা সেই গাইটি নিয়ে যান জয়পুরে। এর পর সেটিকে আলিপুর চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

স্থানীয় মানুষের কথায় বেশ কয়েকদিন ধরে গাইটিকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখা যায়। তার পর হঠাৎ করে সেটির আর খোঁজ পাওয়া যায়নি। এর পর মঙ্গলবার সেটি হদিশ পাওয়া যায়। চোরকুন্দার জঙ্গলে। এর পর বনকর্মীরা সেটিকে ধরতে গেলে গাইটি নালায় পড়ে যায়। তখনই তাকে পাকরাও করা হয়।

বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া গাইটি একটি পূর্ণ বয়স্ক স্ত্রী গাই। পুরুষ গাইয়ের রং নীল হয়ে থাকে। বিহারের জঙ্গলে এই ধরনের গাই দেখতে পাওয়া যায়। প্রাথমিভাবে বনদফতরের কর্মীদের অনুমান পাচারকারীরার নীলগাইটিকে এখানে ছেড়ে দিয়ে গেছে।