পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী পচ্ছন্দকেই ফের মান্যতা রাজ্যপালের। ইতিমধ্যেই ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার আরও চারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গেছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী নিয়োগপত্র পেলেন অধ্যাপক ডঃ জানে আলম। বিশিষ্ট এই গবেষকের স্ত্রী ডঃ পারভীন আলম আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডঃ তপতী চক্রবর্তী, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ের নন্দিনী সাহু।
Read More: রোকেয়া চর্চা কেন্দ্র স্থাপনের দাবি ‘ভূমি’র
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরে জট তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন রাজ্যপাল। প্রথম পর্যায়ে রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। রাজভবন সূত্রে খবর, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল ৩৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।