তেলআবিব: হামাসের কাছে ‘হেরে’ গিয়েও হার স্বীকার করতে চাইছেন না বিবি নেতানিয়াহু। তাই যুদ্ধবিরতিতে অহেতুক কালক্ষেপণ করছেন। বোমা ফেলে মানুষ মারছেন। তবে ফিলিস্তিনের গাজা থেকে জিম্মিমুক্তি বিষয়ে শেষ মুহূর্তের জটিলতা কাটতে চলেছে। চুক্তি হওয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তার দপ্তর জানিয়েছে, গাজায় ১৫ মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জটিলতার অবসান ঘটায় আজই তিনি তাঁর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত ওই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাবিনেট মিটিং চলছে। যুদ্ধবিরতি চুক্তিটির অনুমোদন পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দৃশ্যত কেটে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রথম দফায় ৪২ দিন মেয়াদি এ চুক্তির অধীন গাজায় যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পেয়ে ইসরাইলে ফিরবেন। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। এ ছাড়া এ চুক্তির ফলে গত ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাঁদের গুঁড়িয়ে যাওয়া বাড়িঘরে পাবেন ফেরার সুযোগ। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে মধ্যস্থতাকারীদের অন্যতম কাতার জানিয়েছে।