পুবের কলম প্রতিবেদক: তরাই- ডুয়ার্সে এই প্রথম নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে শঙ্খ বাজিয়ে নেতাজির ১২৮ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান পালন করলেন কালচিনিতে। মঞ্চেই আক্ষেপ করে বললেন, নেতাজি বড় চক্রান্তের শিকার। দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল, আজও আমরা জানতে পারলাম না। নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের উচিত, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছি।
প্রায় দশ বছর আগে রাজ্যের কাছে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, কেন্দ্র কেন তাদের কাছে থাকা ফাইল প্রকাশ্যে আনছে না? বৃহস্পতিবার নেতাজির জন্মদিনে টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিকে যথাযথ সম্মান না জানানোর জন্য কেন্দ্রকে দুষলেন মমতা ব¨্যােপাধ্যায়। নেতাজির উদ্ভাবন করা যোজনা কমিশন তুলে দেওয়া নিয়েও কেন্দ্রের সমালোচনা করলেন।
বৃহস্পতিবার ডুয়ার্সের মঞ্চে নেতাজির আদর্শের কথা তুলে ধরলেন মমতা ব¨্যােপাধ্যায়। বললেন, নেতাজি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। সেই আদর্শকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলা।
ব্রেকিং
- ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড: অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের
- মমতার অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, কাজ করতে চান ‘দিদি’র সঙ্গে
- পাথরে ভরা দূর্গম পথ হেঁটে মদিনার উদ্দেশ্যে ইউসুফ
- কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
- সাহাজাদাপুরে তৃনমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর
- বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
- ঠাকুরপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার
- নেতাজি বড় চক্রান্তের শিকার, কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর
- ফের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল, এলাকাবাসীকে ঘর ছাড়ার নির্দেশ প্রশাসনের
- নিউইয়র্কে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ
- মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করছেন ট্রাম্প