কলকাতায় মিল্লি কাউন্সিলের সভা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি
পুবের কলম প্রতিবেদক: অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ভারতের মুসলিমদের অন্যতম বৃহৎ সংগঠন। এই সংগঠনটি সরাসরি ভোট-রাজনীতিতে অংশ নেয় না। কিন্তু সামাজিক ও অন্যান্য কাজের সঙ্গে তারা ভারতীয় রাজনীতিতে সবার জন্য কল্যাণ, সততা এবং সংবিধান বর্ণিত গণতন্ত্রকে প্রসারিত করতে চায়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর হতাশাগ্রস্ত ভারতীয় মুসলিমদের পুনরায় মূলধারায় প্রতিষ্ঠিত করা এবং হিন্দু-মুসলিম বোঝাপড়াকে প্রাধান্য দিয়ে মিল্লি কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজ করেছে। ১৯৯৩ সালের মিল্লি কাউন্সিলের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার মাওলানা কাজী মুজাহিদুল ইসলাম, ড. মনজুর আলম, আহমদ হাসান ইমরান ও আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই সংগঠন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের বৈঠক হতে চলেছে কলকাতায়।
এ সম্পর্কে এক সাক্ষাৎকারে মিল্লি কাউন্সিলের পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট আমির উদ্দীন ববি বলেন, আমরা আনন্দিত যে কলকাতায় মিল্লি কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক হতে চলেছে। এই বৈঠক অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫। সারা ভারত থেকে মিল্লি কাউন্সিলের সদস্যরা এই তিনদিনের বৈঠকে শামিল হবেন। তাঁদের স্বাগত জানাতে এক অভ্যর্থনা কমিটিও গঠিত হয়েছে। বিশিষ্ট ইসলাম স্কলার, চিন্তাবিদ ও সমাজসেবীরা তিনদিনের এই বৈঠকে অংশ নেবেন। তাঁরা ভারতের বর্তমান অবস্থা, পরিস্থিতি ও রাজনীতির অভিমুখের উপর দৃষ্টিপাত করবেন। আমির উদ্দীন ববি আরও বলেন, তিনদিনের এই বৈঠক যাতে সফল হয় এবং মিল্লি কাউন্সিলের নেতৃবৃন্দ যাতে দেশ ও মুসলিম সমাজকে বর্তমান পরিস্থিতিতে নয়া দিশা দিতে পারেন তার জন্য কলকাতায় এই বৈঠকের আহ্বান করা হয়েছে। আমির উদ্দীন ববি যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র-ইন-কাউন্সিলের সদস্য তিনি বলেন, আমরা আশা করব মিল্লি কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ বৈঠক সফল হবে এবং দেশ ও জাতির জন্য ফলদায়ক হবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মিল্লি কাউন্সিলের সমস্ত সদস্য-সমর্থককে আমি আহ্বান জানাব, তাঁরা যেন তিনদিনের সভা কামিয়াব করতে পরিপূর্ণ সহযোগিতা করেন। মিল্লি কাউন্সিলের আর একজন নেতা জনাব সাহুদ আলম পুবের কলম-কে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মিল্লি কাউন্সিলের এই বৈঠক অবশ্যই মিল্লাতের জন্য ফলদায়ক হবে। এ ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় মিল্লি কাউন্সিলের সর্বভারতীয় কয়েকজন নেতা,ও আলেমরা উপস্থিত থাকবেন। এই সভায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রধান এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে আমির উদ্দীন ববি ও সাহুদ আলম জানান।