৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিলিন্ডার ফেটে পুড়ে মৃত্যু নেপালের সাংসদের মায়ের, আশংকাজনকভাবে মুম্বই আনা হচ্ছে সাংসদকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনার শিকার নেপালের সাংসদ ও তাঁর মা।   সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাংসদের মায়ের। হাসপাতালে আশংকাজনকভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাংসদ চন্দ্র ভান্ডারি।

বৃহস্পতিবার কাঠমান্ডুতে নিজের বাসভবনে এলপিজি সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ বলে জানা গেছে। দুর্ঘটনায় সাংসদের মা হরিকলা ভান্ডারি দেহ ৮০ শতাংশ পুড়ে যায়। সাংসদের দেহের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে। হরিকলা ভান্ডারি একজন আইন প্রণেতা ছিলেন।   শেষ খবর পাওয়া অনুযায়ী, সাংসদের মা, হরিকলা ভান্ডারির চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে।

নেপাল সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেই নেপালের সাংসদ চন্দ্র ভান্ডারির বাড়িতে বিস্ফোরণ হয়। আগুনে পুড়ে যান সাংসদ ও তাঁর বৃদ্ধা মা। দুর্ঘটনার সময়ে তারা দুইজনই বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এলপিজি সিলিন্ডার লিক করেই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন নিরাপত্তারক্ষী থেকে স্থানীয় বাসিন্দারা।

দ্রুত তাদের উদ্ধার করে কীর্তিপুর বার্নস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয় আহত সাংসদ ও তাঁর মায়ের অবস্থা সঙ্কটজনক। চন্দ্র ভান্ডারির শরীরের ২৫ শতাংশ ও হরিকলা ভান্ডারি দেহ ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।  এর পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংসদের মায়ের।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, নেপালে সেভাবে চিকিৎসা পরিষেবা না থাকায় সাংসদ ও তাঁর মাকে অন্যত্র স্খানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে।

সাংসদের ব্যক্তিগত সচিব জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পরই চন্দ্র ভান্ডারিকে এয়ারলিফ্ট করে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মুম্বই নিয়ে আসা হবে বলে জানা গেছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিলিন্ডার ফেটে পুড়ে মৃত্যু নেপালের সাংসদের মায়ের, আশংকাজনকভাবে মুম্বই আনা হচ্ছে সাংসদকে

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনার শিকার নেপালের সাংসদ ও তাঁর মা।   সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাংসদের মায়ের। হাসপাতালে আশংকাজনকভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাংসদ চন্দ্র ভান্ডারি।

বৃহস্পতিবার কাঠমান্ডুতে নিজের বাসভবনে এলপিজি সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ বলে জানা গেছে। দুর্ঘটনায় সাংসদের মা হরিকলা ভান্ডারি দেহ ৮০ শতাংশ পুড়ে যায়। সাংসদের দেহের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে। হরিকলা ভান্ডারি একজন আইন প্রণেতা ছিলেন।   শেষ খবর পাওয়া অনুযায়ী, সাংসদের মা, হরিকলা ভান্ডারির চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে।

নেপাল সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেই নেপালের সাংসদ চন্দ্র ভান্ডারির বাড়িতে বিস্ফোরণ হয়। আগুনে পুড়ে যান সাংসদ ও তাঁর বৃদ্ধা মা। দুর্ঘটনার সময়ে তারা দুইজনই বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এলপিজি সিলিন্ডার লিক করেই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন নিরাপত্তারক্ষী থেকে স্থানীয় বাসিন্দারা।

দ্রুত তাদের উদ্ধার করে কীর্তিপুর বার্নস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয় আহত সাংসদ ও তাঁর মায়ের অবস্থা সঙ্কটজনক। চন্দ্র ভান্ডারির শরীরের ২৫ শতাংশ ও হরিকলা ভান্ডারি দেহ ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।  এর পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংসদের মায়ের।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, নেপালে সেভাবে চিকিৎসা পরিষেবা না থাকায় সাংসদ ও তাঁর মাকে অন্যত্র স্খানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে।

সাংসদের ব্যক্তিগত সচিব জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পরই চন্দ্র ভান্ডারিকে এয়ারলিফ্ট করে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মুম্বই নিয়ে আসা হবে বলে জানা গেছে।