পুবের কলম, ওয়েবডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবেন নায়াব সিং সাইনি। সমস্ত বুথ ফেরত সমীক্ষা ব্যর্থ করে হরিয়ানায় রেকর্ড মার্জিনে জয়ী বিজেপি শিবির। সূত্রের খবর অনুযায়ী ফের একবার হরিয়ানার কুর্সিতে বসবেন নায়াব সিং সাইনি। বিগত দিনের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ।
ব্যর্থ বুথ সমীক্ষা, হরিয়ানায় কংগ্রেসকে জোর টক্কর বিজেপির, কাশ্মীরে সরকার গড়ার পথে ইন্ডিয়া জোট
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ টি আসনের মধ্যে ৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে হাত শিবির। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি আজ মঙ্গলবার লাডওয়া বিধানসভা আসনে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী মেওয়া সিংয়ের কাছ থেকে ১৬ হাজার ০৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
যদিও বুথ ফেরত সমীক্ষার ফলাফল ছিল অন্যরকম। ৬৪টি আসন জিতবে হাত শিবির বলেই জানান তারা। কিন্তু এক্সিট পোলের সেই পরিসংখ্যান ভুল প্রমাণিত হল ভোটগণনা শুরু হতেই। গণনার শুরুর দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকখানি এগিয়ে যায় বিজেপি।
1 Comment
Pingback: জয়নগরের স্কুল ছাত্রীর শেষকৃত্যে উপস্থিত জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল – PuberKalom.com