পুবের কলম ওয়েব ডেস্ক: বিজয় মাল্যর দেশ ছেড়ে পালানো নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার অরুণ জেটলিকে বিঁধে শুক্রবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে রাহুল সিবিআইয়ের দিকে আঙুল তুলে বলেন, বিজয় মাল্যকে পালাতে সাহায্য করেছিল সিবিআই। তাই লুক আউট নোটিশ পরিবর্তন করে ‘ডিটেন’ নোটিশ দিয়েছিল। তিনি আরও বলেন, সিবিআই সরাসরি রিপোর্ট করে প্রধানমন্ত্রীকে। তাই এই ধরনের হাই প্রোফাইল ব্যক্তির বিতর্কিত বিষয়ে প্রধানমন্ত্রীর সায় ছাড়া কীভাবে লুক আউট নোটিশে পরিবর্তন আনা হল তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। উল্লেখ্য, বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রেস কনফারেন্স করে বিজয় মাল্যর দেশ ছেড়ে পালানো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ মন্ত্রী অবগত ছিলেন বলে অভিযোগ করেছিলেন। এমনকী বিজয় মাল্য ও অরুণ জেটলির বৈঠকের সাক্ষী হিসেবে কংগ্রেস সাংসদ পি এল পুনিয়াকেও সামনে এনছিলেন। এবার রাহুলের অভিযোগের তীর সিবিআইয়ের দিকে।
Get real time update about this post categories directly on your device, subscribe now.
Leave a Reply