পুবের কলম, ওয়েবডেস্ক: : চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার থেকে তোলা চাঁদের কিছু অদেখা ছবি শেয়ার করেছে নাসা। ছবিটি স্পেস এজেন্সির লুনার রিকনেসেন্স অরবিটার (এলআরও) মহাকাশযান থেকে নেওয়া হয়েছে। নাসার এলআরও মহাকাশযান সম্প্রতি চন্দ্রযান-৩ ল্যান্ডার থেকে নেওয়া চন্দ্রপৃষ্ঠের এই ছবিগুলি তুলেছে।
নাসা ট্যুইট করে জানিয়েছে, ‘গত ২৩ আগস্ট ইসরোর পাঠানো চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে। ভারত হল প্রথম কোনও দেশ যারা এই সাফল্যের কৃতিত্ব অর্জন করল। চন্দ্রযান-৩ মিশন সম্পূর্ণ করতে ইসরোর মোট খরচ পড়েছে ৬১৫ কোটি টাকা।’