পুবের কলম প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও পঠনপাঠন খতিয়ে দেখতে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাক-এর টিম আসছে। আগেই এ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ন্যাকের টিম আলিয়া পরিদর্শনে আসছে।
আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ন্যাকের ওই টিম আলিয়ার তিনটি ক্যাম্পাসের সার্বিক পরিকাঠামো, পঠনপাঠন ইত্যাদি খতিয়ে দেখবে। এ নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের অধ্যাপকদের নিয়ে বৈঠক হয়। সেই বেঠকের পরেই আসন্ন পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।
এ নিয়ে আলিয়ার পরীক্ষা নিয়ামক প্রফেসর ড. মেহেদি কালাম বলেন, সাধারণত আমাদের বিশ্ববিদ্যালয়ে দু’টি ধাপে পরীক্ষা হয়ে থাকে। সেই হিসাবে ডিসেম্বরে পরীক্ষা হবে বলে স্থির হয়েছিল। কিন্তু ন্যাক-এর ভিজিটের বিষয়টি জানতে পারার পর ন্যাক নিয়ে চূড়ান্ত প্রস্তুতি ও অন্যান্য কাজকর্মের কথা ভেবে সেকেন্ড ফেজের সঙ্গে ডিসেম্বর মাসের পরীক্ষাগুলিকে মিলিয়ে দিয়ে সময়সূচি তৈরি করা হয়েছে। তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর-এর সেমেস্টার পরীক্ষা হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম-পুরণ করা যাবে। আর পরীক্ষা হবে ৬ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। পড়ুয়াদের সুবিধার্থে বিস্তারিত তথ্য ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগে নোটিশ হিসাবে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বহু দিন আগেই ন্যাকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০১৮ সালে আলিয়ায় ‘১২বি’র পরিদর্শন হয়। সেই সময় আলিয়ার পরিকাঠামোর প্রশংসা করেছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন টিমের সদস্যরা। তিন রকম ক্রাইটেরিয়া মেনে ন্যাক পরিদর্শনে মোট ১০০০ নম্বর থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন বা এনবিএ ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই-এর অধীনে কাজ করে ন্যাক। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান, পঠনপাঠন ও গবেষণার নানান দিক মূল্যায়ন করে ন্যাকের তরফে গ্রেড দেওয়া হয়।