‘আমার রাজ্য মণিপুর জ্বলছে, দয়া করে সাহায্য করুন’, প্রধানমন্ত্রীর কাছে আর্জি মেরি কমের

- আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম,ওয়েবডেস্ক: হিংসার আগুনে জ্বলছে মণিপুর। আদিবাসী বনাম মৈতেই’র সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে শুট আউটের নির্দেশ দেওয়া হয়েছে। গোষ্ঠী সংঘর্ষে রাজ্যের একটা বড় অংশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এহেন পরিস্থিতি থেকে রেহাই পেতে এবার প্রধানমন্ত্রীর শরণাপন্ন হলেন কিংবদন্তি ক্রীড়াবিদ এমসি মেরি কম। ট্যুইটারে মোদি, শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করে তিনি লেখেন, আমার মণিপুর জ্বলছে। ভালো নেই আমার রাজ্য। দুই গোষ্ঠীর এই লড়াইয়ে বিধ্বস্ত জনজীবন। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কিংবদন্তির পদকজয়ী বক্সারের এই করুন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনও বার্তা আসেনি। এদিকে হিংসা কবলিত অঞ্চল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ করছেন সামরিক আধিকারিক এবং জওয়ানরা। জানা গিয়েছে, শান্তি বজায় রাখতে ফ্ল্যাগ মার্চ করছে সেনা।
উল্লেখ্য, গোষ্ঠী সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে স্থানীয় বহু এলাকায় সেনা ও অসম রাইফেলস মোতায়েন করা হয়েছে। রাজ্যের ৮ জেলায় জারি হয়েছে কারফিউ। স্পর্শকাতর জায়গাগুলিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্যে ছড়িয়ে পড়া সেই হিংসার আগুন নিয়ন্ত্রণ করতে ও সংশ্লিষ্ট ঘটনার একটা মীমাংসা করতে কেন্দ্রকে অনুরোধ করেছেন মেরি কম।