কলকাতাWednesday, 23 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম পুরুষদের একাধিক বিয়ে রেজিস্ট্রিতে বাধা নেই: বম্বে হাইকোর্ট

FAISAL HASAN
October 23, 2024 1:49 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করানোর ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই। কারণ শরিয়াহ আইন মোতাবেক মুসলিম পুরুষদের একসঙ্গে চারজনকে স্ত্রী রাখার অধিকার রয়েছে। গত ১৫ অক্টোবর এক রায়ে এমনটাই জানিয়েছে বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা ও সোমশেখর সুন্দরেশনের ডিভিশন বেঞ্চ।

 

বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং বিচারপতি সোমশেখর সুন্দরেশানের বেঞ্চ বলছে, মুসলিম পুরুষদের বিবাহ মুসলিম পার্সোনাল ল – এর অধীনে অনুমোদিত।

 

আদালত বলেছে, এই সব ক্ষেত্রে রেজিস্ট্রারকে নিশ্চিত করতে হবে যে বিবাহ মুসলিম পার্সোনাল ল-এর অধীনে হচ্ছে কিনা। এই আইনের অধীনে একজন মুসলিম পুরুষ ৪ স্ত্রী রাখার অধিকারী।

 

২০২৩ সালে থানের এক বাসিন্দা আলজেরিয়ার একজন মহিলার সঙ্গে তার তৃতীয় বিবাহ নিবন্ধন করতে চেয়ে থানের পুর নিগমে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় থানের পুর নিগমের বিবাহ নিবন্ধন আধিকারিক। এর পরে একাধিকবার ওই ব্যক্তি পুর নিগমের আধিকারিকদের বোঝান, মুসলিম হিসাবে একাধিক বিয়ে করার অধিকার রয়েছে তাঁর। কিন্তু পাল্টা থানের পুর আধিকারিকরা জানিয়ে দেন, মহারাষ্ট্রের বিবাহ নিবন্ধন আইন অনুযায়ী, একজন পুরুষের শুধুমাত্র একটি বিয়ে নিবন্ধের অধিকার রয়েছে। ফলে তাঁর তৃতীয় বিয়ের নিবন্ধন করানো সম্ভব নয়।

 

থানে পুর নিগমের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী।

 

ওই মামলার শুনানি শেষে গত ১৫ অক্টোবর বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা ও সোমশেখর সুন্দরেশনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, একজন মুসলিম পুরুষের একাধিক বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কোনও বাধা নেই।

 

READ MORE: সন্দেশখালির বেতনি নদীর বাঁধ ভাঙলো, একাধিক জায়গায় ধস, ঘটনা স্থলে বিডিও,সেচ দফতর