পারিজাত মোল্লা: যুগ যতই বদলাব না কেন পৃথিবীর সব খানের নারীর প্রতি বৈষম্য বেশ জায়গা জুড়ে এখনো অবধি টিকে রয়েছে। শুধু বৈষম্যই নয় রয়েছে ভয় লাঞ্ছনা নির্যাতনের মতো অন্ধকারাচ্ছন্ন ভয়াল দিক। কিন্তু তাই বলে কি নারীরা নিজেদের মতন ভ্রমণ করতে পারবে না? অবশ্যই পারবে। এই রকমই ভাবনা নিয়ে তৈরি হয়েছে জয়দেব মণ্ডল নিবেদিত কাজল নস্কর পরিচালিত ” জি.. লে.. জারা..” মিউজিক ভিডিও।
এই অ্যালবামে আছে পাঁচ মহিলা বন্ধুদের ম্যাঙ্গালোরে ঘুরতে গিয়ে জীবন উপভোগ করার উচ্ছ্বাস.. অভিনয়ে রয়েছে শ্রীজানা তিখাত্রী দর্জি, ফাল্গুনী মিশ্র অ্যালিস রোশনি মিশ্র, রাজর্ণ বিশ্বাস, মধুরিমা বিশ্বাস, অঙ্কিতা রায় এলিস হিয়া রায় এবং হানি পাহওয়া।
অন্যদিকে গান গেয়েছেন সৃষ্টি ভাণ্ডারী। এছাড়াও এই অ্যালবামে র্যাপার হানি পাহওয়ারের র্যাপ আরো আকর্ষণীয় করে তুলেছে… সম্প্রতি ১৮ ফেব্রুয়ারি জ্যোতি প্রোডাকশনের ব্যানারে T series এ মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও জি.. লে.. জারা..” ।