Murshidabad: বাবা ছেলে খুনের ঘটনার তদন্তে সিট, গ্রেফতার ২

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 60
পুবের কলম ওয়েবডেস্ক: ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ (Murshidabad)। পুলিশ বলছে, আগের থেকে অবস্থা অনেক ভাল। পুলিশের সঙ্গে এখনও টহল দিচ্ছে আধা সেনা, বিএসএফ। গত ১২ এপ্রিল অশান্ত সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামে বাবা এবং ছেলেকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলা। এই খুনের ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এই খবর জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ধৃতদের একজনকে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি এবং অন্যজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্তা বলেন, ‘বাবা এবং ছেলের খুনের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। এলাকার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিতও করা হয়েছিল। গতকাল (সোমবার) রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সম্পর্কে ভাই।’
আরও পড়ুন: Murshidabad: অশান্তি বাধানোর চেষ্টা কাদের, কারা লাভবান হবে?
ধৃত দু’জন হলেন কালু নাবাব এবং দিলদার নাবাব। তাঁরা প্রত্যক্ষভাবে ওই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি। এ দিন তাঁদের আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলে স্থানীয় পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, এসটিএফ এবং আইবি-র অভিজ্ঞ অফিসাররা থাকছেন। এমনটাই খবর রাজ্য পুলিশ সূত্রে। মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যেই তাঁরা ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয়েছে গুজবের বাড়বাড়ন্ত ঠেকাতে তাঁদের তরফে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই ১০৯৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। মুর্শিদাবাদ অশান্তিতে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২২১ জনকে।