পুবের কলম, ওয়েবডেস্কঃ সোমবার থেকে টানা ৬ দিন দক্ষিণ–পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল থাকবে বলে খবর। এই খবর জানিয়েছে, দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ, শনিবার দক্ষিণ–পূর্ব রেলের পক্ষ থেকে ট্যুইট করে এই বাতিলের খবর জানানো হয়েছে। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছেন আমজনতা।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? দক্ষিণ–পূর্ব রেলের ট্যুইট থেকে জানা গিয়েছে, নন–ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে। তার জন্য ছ’দিন হাওড়া–খড়গপুর–ভুবনেশ্বর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। জনগণকে অবগত করার জন্য এই ট্যুইট করেছে দক্ষিণ–পূর্ব রেল। অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীরা ট্রেন বাতিলের জেরে চরম ভোগান্তিতে পড়তে পারেন।
কতদিন বাতিল থাকবে ট্রেন? দক্ষিণ–পূর্ব রেল সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৬ দিন বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। এই তারিখগুলিতে মোট ৮টি বিভাগের ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ, শনিবার সকালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল ট্রেনের তালিকায় থাকছে—শালিমার–পুরী, পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া–ভুবনেশ্বর, ভুবনেশ্বর–হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, খড়গপুর–জাজপুর কেওনঝড় রোড, জাজপুর কেওনঝড় রোড–খড়গপুর মেমু এক্সপ্রেস, হাওড়া–জলেশ্বর এবং জলেশ্বর–হাওড়া মেমু স্পেশাল।