ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 62
চেন্নাই, ১০ এপ্রিল: আইপিএলে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে হেরেছে তারা। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক পদে ফেরাল সিএসকে। ভক্তদের আশা, ‘মাহি ম্যাজিকে’ প্রতিযোগিতায় দল ঘুরে দাঁড়াবে। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, কনুইয়ে চোটের কারনে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড।
এই অবস্থায় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হল ধোনির হাতে। ফ্লেমিং বলেন, ‘আমাদের দলে আনক্যাপড প্লেয়ার হিসেবে রয়েছেন ধোনি। আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।’ অর্থাৎ শুক্রবার নাইটদের বিরুদ্ধে ম্যাচ থেকেই ফিরছেন ‘অধিনায়ক ধোনি’।
ফ্লেমিং জানিয়েছেন, ঋতুরাজ গায়কোয়াডের কনুইয়ে চিড় ধরেছে তাঁর পক্ষে আর চলতি প্রতিযোগিতায় খেলা সম্ভব নয়। লক্ষ্যনীয় বিষয় হল, ঋতুরাজের যে চোটের কথা ফ্লেমিং বলছেন, সেটি তিনি পেয়েছিলেন ১১ দিন আগে। এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছে চেন্নাই।
অর্থাৎ, এই ম্যাচ দুটিতে চোট নিয়েই খেলেছেন ঋতুরাজ। ক্রিকেট মহলের একাংশ মনে করছে, চোটের কথা বলা হলেও, দলের খারাপ ফলের জন্যই ঋতুরাজকে সরিয়ে ধোনিকে ক্যাপ্টেন হিসেবে ফেরানো হল। উল্লেখ্য, ২০২২ সালেও ধোনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তখন অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু মরশুমেরর মাঝপথেই ধোনিকে অধিনায়ক পদে ফেরানো হয়েছিল।