পুবের কলম,ওয়েবডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্রে। গ্রামের মেলায় ক্ষীর খেয়ে অসুস্থ ২৫০ বেশি মানুষ। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই এহেন ঘটনা ঘটেছে সেরাজ্যের পশ্চিমে কোলহাপুরের ওই গ্রামে। জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সকলেই স্থিতিশীল রয়েছেন বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার শিবনাকওয়াড়ি গ্রামের মেলায় প্রসাদ হিসেবে ক্ষীর দেওয়া হচ্ছিল। আর সেই খাবার খেয়েই ঘটে বিপত্তি। সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই ডায়রিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এখনও পর্যন্ত ২৫৫ জনের অসুস্থতার খবর মিলেছে। মেলা থেকে আসার পর প্রায় সকলেই বমি করতে শুরু করে। মুহূর্তের মধ্যে ধুম জ্বর এসে যায়। আর তদন্ত করে জানা যায়, অসুস্থ হওয়া প্রায় সকলেই ওই প্রসাদ খেয়ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ৫০ জনের মতো মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল হলে ছেড়ে দেওয়া হয়। তবে হাসপাতালে থাকা রোগীরা সকলেই স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে ক্ষীরের নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে এর কারণেই খাদ্যে বিষক্রিয়া হয়েছিল কিনা।