পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্গা পুজোর মতই এবার কালীপুজো এবংছটপুজোতেও রাতের জন্য বিধিনিষেধেও ছাড় দিল রাজ্য।
তবেদোসরা থেকে পাঁচ নভেম্বর কালীপুজো এবং ১০ ও ১১ নভেম্বর ছট পুজোতে ছাড় দেওয়া হল রাত্রিকালীন বিধিনিষেধের ওপর।তবে এই দিনগুলি ছাড়া আগামী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাত্রি এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ।
এইছাড়াও বিধিনিষেধে আর কিছু ছাড় দেওয়া হয়েছে দেখে নিন এক নজরে ।
১ ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দফতর গুলি।
২ সরকারি দফতরে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে
৩ সর্বাধিক ৭০ শতাংশ পড়ুয়া নিয়ে কোচিং সেণ্টার গুলি চালানো যাবে।
৪ যতটা ধারণ ক্ষমতা, তার ৭০ শতাংশ মানুষ নিয়ে বিয়ে, সিনেমা-সিরিয়াল ইন্ডোরে শুটিং করা যাবে। করা যাবে অডিয়ো রেকর্ডিং। সকল ইন্ডোর কাজের ক্ষেত্রেই সেই নিয়ম প্রয়োজ্য হবে।
৫ অনুমতি দেওয়া হল আউটডোর শুটিংয়ের
৬ স্পা, জিম রেস্তরাঁ, শপিং মল, পানশালা খোলা থাকবে নির্দিষ্ট সময় মেনে। তবে রাত ১১ টার পর আর কিছু খুলে রাখা যাবেনা।
- ৭ সব ক্ষেত্রেই মাস্ক এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক। কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি।
- ৮ অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে এবার ৭০% উপস্থিতঁ থাকতে পারবেন।
এছাড়াও আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। সব মিলিয়ে নিউ নর্মাল লাইফে সম্পূর্ণ ছন্দ ফিরে পাচ্ছেন রাজ্যবাসী।