পুবের কলম,ওয়েবডেস্ক: মুন-কোয়েক? চাঁদের মাটিতেও ভূমিকম্প ? রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করল চন্দ্রযান-৩। ধরা পড়ল বিক্রমের ‘ইলসা’ যন্ত্রে। চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে৷ কখনও সেটা নতুন মৌল খুঁজে পাওয়া, কখনও সেটা দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতি৷ এবার এল ভূমিকম্পের খবর৷ ইসরো সূত্রে খবর, আমরা সমস্ত তথ্য খতিয়ে দেখছি। তবে যে তথ্য সামনে এসেছে তা ভূমিকম্প নাকি অন্য কিছু তা নিয়ে এখনও কিছু নির্দিষ্ট করে জানায়নি ইসরো। লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এমন একটি ইভেন্টের রিপোর্ট করেছে যা একটি প্রাকৃতিক ঘটনার সঙ্গে সামান্য সাদৃশ্যপূর্ণ বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।