আটমাস পর থাইল্যান্ডে মোদি-ইউনূস বৈঠক

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার ব্যাঙ্ককের রাজধানী থাইল্যান্ডে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। ব্যাঙ্ককের বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম ভারত-বাংলাদেশ বৈঠক করল। গত সপ্তাহে চিন সফর করেছেন মহম্মদ ইউনূস। তার এক সপ্তাহের মধ্যেই ভারত-বাংলাদেশের বৈঠক স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান
গত ৫ অগস্ট গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে আওয়ামী লীগ নেত্রী ভারতেই রয়েছেন। যা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদাধিকারীরা নয়াদিল্লিকে নিশানা করেছেন। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনাও নয়াদিল্লি-ঢাকা টানাপড়েনের অনুঘটক হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চিনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক চুক্তি করে এসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তাই ব্যাঙ্ককে আদৌ মোদি-ইউনূস বৈঠক হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল কূটনীতিকদের অনেকের মনেই। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটালেন দুই রাষ্ট্রনেতা।