গুজরাত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি-শাহরা, তাই আপকে ব্যাকফুটে করার চেষ্টা: কেজরি

- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে শঙ্কিত মোদি- শাহরা তাই আম আদমি পার্টির বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলছেন। ব্যাকফুটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নজিরবিহীন আক্রমণ শানালেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কেজরির কটাক্ষ, আপের জনপ্রিয়তা ও সৎ রাজনীতি হজম করতে পারছে না গেরুয়া শিবির, রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ করে কেজরি বলেন আপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে বিজেপি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছে যে, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশি বেশ কয়েকটি টিভি চ্যানেলের মালিক ও সম্পাদককে বলেছেন যে, আপের খবর যেন সম্প্রচার করা না হয় ৷ আর তা করলে কঠিন মূল্য চোকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
কেজরির সাফ বলেন এইসব বন্ধ করুণ। যোশির ম্যাসেজের স্ক্রিনশট যদি স্ংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলি সামনে আনতে শুরু করে তাহলে আর মুখ দেখানোর জায়গা পাবেননা। প্রধানমন্ত্রীর ‘রেওয়ারি সংস্কৃতি’ মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন জেনে রাখুন “ গুজরাতে আমরাই সরকার গড়বো।