৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোদি সিনেজগতের ‘গেম চেঞ্জার’, বললেন Akshay Kumar

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
  • / 119

পুবের কলম, ওয়েবডেস্ক: পঁচিশ সালে ভারতে আয়োজিত হতে চলেছে সিনেসম্মেলন ‘ওয়েভস’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে হতে চলেছে এই সম্মেলন। বলি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন। এক ভিডিয়ো বার্তায় অক্ষয় কুমার (Akshay Kumar)  মোদিকে বিনোদন দুনিয়ার ‘গেমচেঞ্জার’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সিনেজগতে এই সম্মেলন অন্যতম মাইলফলক হবে বলেও জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করে অসমে গ্রেফতার সাংবাদিক, একাধিক ধারায় মামালা পুলিশের

অক্ষয় (Akshay Kumar) মোদিস্তুতি করে বলেছেন, “বিশ্ব দেখবে ভারতীয় সিনেজগতের কেরামতি। ভারতে কমপক্ষে ৩৫টি ভাষায় সিনেমা তৈরি হয়। সারা বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা আছে আমাদের। সে কারণে ‘ওয়েভস’ সিনেসম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী সিনেসমাবেশ যা আন্তর্জাতিক বিনোদনের ভবিষ্যৎ বদলে দেবে। আর তার শুরুয়াত হবে, আমাদের দেশে। তাই নজর রাখুন। জয় হিন্দি।”

দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে গত ফেব্রুয়ারি মাসে ‘ওয়েভস’ আয়োজনের জন্য বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার (Akshay Kumar), রজনীকান্ত, অনুপম খের সহ একাধিক অভিনেতাদের কাছ থেকে পরামর্শ নেন প্রধানমন্ত্রী। কীভাবে বলিউড এবং দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায় সেটাই হবে এই সম্মেলনের লক্ষ্য।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি সিনেজগতের ‘গেম চেঞ্জার’, বললেন Akshay Kumar

আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পঁচিশ সালে ভারতে আয়োজিত হতে চলেছে সিনেসম্মেলন ‘ওয়েভস’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে হতে চলেছে এই সম্মেলন। বলি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন। এক ভিডিয়ো বার্তায় অক্ষয় কুমার (Akshay Kumar)  মোদিকে বিনোদন দুনিয়ার ‘গেমচেঞ্জার’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সিনেজগতে এই সম্মেলন অন্যতম মাইলফলক হবে বলেও জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করে অসমে গ্রেফতার সাংবাদিক, একাধিক ধারায় মামালা পুলিশের

অক্ষয় (Akshay Kumar) মোদিস্তুতি করে বলেছেন, “বিশ্ব দেখবে ভারতীয় সিনেজগতের কেরামতি। ভারতে কমপক্ষে ৩৫টি ভাষায় সিনেমা তৈরি হয়। সারা বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা আছে আমাদের। সে কারণে ‘ওয়েভস’ সিনেসম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী সিনেসমাবেশ যা আন্তর্জাতিক বিনোদনের ভবিষ্যৎ বদলে দেবে। আর তার শুরুয়াত হবে, আমাদের দেশে। তাই নজর রাখুন। জয় হিন্দি।”

দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে গত ফেব্রুয়ারি মাসে ‘ওয়েভস’ আয়োজনের জন্য বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার (Akshay Kumar), রজনীকান্ত, অনুপম খের সহ একাধিক অভিনেতাদের কাছ থেকে পরামর্শ নেন প্রধানমন্ত্রী। কীভাবে বলিউড এবং দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায় সেটাই হবে এই সম্মেলনের লক্ষ্য।