পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বলছে তো জ্বলছেই! থামার লেশ টুকু নেই। অশান্ত মণিপুরে কবে ফিরবে শান্তি? এই প্রশ্ন এখন সব মহলেই। কিছুতেই ঠেকানো যাচ্ছে না দাঙ্গা। একের পর এক ঝামেলা লেগেই আছে। এই আবহে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাড়িতে হামলা হয়েছে। উন্মত্ত জনতার একটি দল মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।শনিবার রাতে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর হামলা চালিয়েছে উত্তেজিত জনতা।































