কলকাতাFriday, 18 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সাগরদিঘীবাসীর জন্য সেরা উপহার দিতে চলেছে বিধায়ক বাইরণ বিশ্বাস

asim kumar
October 18, 2024 5:51 pm
Link Copied!

রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী তথা কাবিলপুর অঞ্চলের জন্য ভীষণ খুশির খবর দিল সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস। আগামী ৩০  অক্টোবর বুধবার সাগরদিঘীতে অনুষ্ঠিত হতে চলেছে মেঘা অনুষ্ঠান।

সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাসের বাবা মারহুম বাবর বিশ্বাসের স্মৃতিতে অ্যাম্বুলেন্স প্রদান সেই সঙ্গে দুই হাজার ইউনিট রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরনের আয়োজন করা হয়েছে সাগরদিঘীতে।শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস।

 

তিনি আরও জানান এর আগে আমরা ৫ হাজার ইউনিট রক্তদান শিবির করে ছিলাম এবারেও সাগরদিঘীতে রক্ত দানে সাড়া ফেলবে। ঐদিন মেঘা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।

Read more: শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক রোগীর

সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাসের সভাপতি ইফতিকার আলম জানান বিধায়কের মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এর আগে সাগরদিঘীর মাটিতে আমরা সপ্তাহ ব্যাপী রক্তদান শিবির করেছি কিন্তু এই প্রথমবার বিধায়ক বাইরণ বিশ্বাসের উদ্যোগে এক দিনে দুই হাজার ইউনিট রক্তদান শিবির হতে যাচ্ছে সেই সঙ্গে আমাদের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিচ্ছেণ বিধায়ক সাহেব, তাঁর এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। সাগরদিঘীর জনপ্রিয় বিধায়ক বাইরণ বিশ্বাসের এই মানবিক কাজে খুশি সাগরদিঘী বাসী।