পুবের কলম ওয়েবডেস্কঃ মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিল কেন্দ্র। এই খবর সামনে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই টুইট করে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্মিত মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন বড়দিনের উৎসবের মধ্যে মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে শুনে আমি বিস্মিত। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘মিশনারিজ অব চ্যারিটির ২২ হাজার রোগী এবং কর্মীরা খাবার এবং ওষুধ পাচ্ছেন না। আইন সবার উপরে হলেও মানবিক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া ঠিক নয়।’
মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন বাম শীর্ষ নেতা সূর্যকান্ত মিশ্রও যদিও মাদার হাউজের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মিশনারিজ অব চ্যারিটি-র অ্যাকাউন্ট বন্ধ করেনি কেন্দ্র হয়নি। সংস্থার তরফ থেকেই অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রের দাবি কিছু শর্ত পূরণ না হওয়ায় সংস্থার লাইসেন্স রিনিউ করা হয়নি।
ওয়াকিবহাল মহলের মতে অবশ্য মিশনারিজ অফ চ্যারিটির অ্যাঙ্কাউন্ট বন্ধ করাটা আক্ষরিক অর্থেই সময়ের অপেক্ষা ছিল। ২৫ ডিসেম্বরের আগে থেকেই দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত নেমে আসছে। হরিয়ানায় দুটি গির্জায় তান্ডব চালানো হয়েছে, নিঃলজ্জের মত ভেঙে দেওয়া হয়েছে পবিত্র ক্রশটিও।
সামনেই উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের ভোট, তাই হিন্দুত্ববাদের জিগির আরও চাগাড় দিয়ে উঠেছে। এখানেই শেষ নয় ভাঙা রেকর্ড বাজানোর মত সামনে আসছে ধর্মান্তকরণের ইস্যুটিও। তারই অনুষঙ্গ হিসেবে বন্ধ করা হল মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্কিং লেনদেন। ( ফাইল ছবি)