০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ

পুবের কলম, ওয়েবডেস্কঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল অভিনেত্রীর। শনিবার জীবনাবসান হয় মিনু মমতাজের।

বলিউডের অন্যতম কমেডি চরিত্র মেহমুদ আলির বোন ছিলেন তিনি। ১৯৫০ দশকে হিন্দি ফিল্ম জগতে প্রবেশ করেন তিনি মিনু মুমতাজ। একজন নৃত্য ও ক্যারেকটার শিল্পী হিসেবে রঙিন জগতে আত্মপ্রকাশ তাঁর। স্বামী ছিলেন ফিল্ম নির্মাতা আলি আকবর।

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ


১৯৪২ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন মিনু মমতাজ। বর্তমানে তিনি ছিলেন কানাডার টরেন্টোর বাসিন্দা। সেখানেই মারা যান। মৃত্যুর খবর পেয়ে শোকাহত তাঁর পরিবার।
পিসির মৃত্যুর খবর শেয়ার করেছেন মেহমুদের ভাইপো নৌসাদ। তিনি লিখেছেন, ‘আশি বছরের ওপর বয়স হয়েছিল পিসির। ক্যানসার আক্রান্ত হওয়ার পর বিশেষ কিছু চিকিৎসা করা যায়নি, তিনি একজন অসামান্য মানুষ ছিলেন।’

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ


বলিউডে কাজ শুরুর আগে মীনা কুমারী তাঁর নাম দেন মিনু মমতাজ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে সিআইডি, ‘হাওড়া ব্রিজ’ ‘কাগজ কে ফুল’, ‘চৌধভিন কা চান্দ’ ‘সাহেব বিবি অর গুলাম’, ‘তাজমহল’, ‘ঘুনঘাট’, ‘ঘরানা’, গজল, ইনসান জাগ উঠা, ঘর বসাকে দেখো, সিন্দবাদ, আলিবাবা, আলাদিন। জাহান আরা চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন মিনু মমতাজ।

সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল অভিনেত্রীর। শনিবার জীবনাবসান হয় মিনু মমতাজের।

বলিউডের অন্যতম কমেডি চরিত্র মেহমুদ আলির বোন ছিলেন তিনি। ১৯৫০ দশকে হিন্দি ফিল্ম জগতে প্রবেশ করেন তিনি মিনু মুমতাজ। একজন নৃত্য ও ক্যারেকটার শিল্পী হিসেবে রঙিন জগতে আত্মপ্রকাশ তাঁর। স্বামী ছিলেন ফিল্ম নির্মাতা আলি আকবর।

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ


১৯৪২ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন মিনু মমতাজ। বর্তমানে তিনি ছিলেন কানাডার টরেন্টোর বাসিন্দা। সেখানেই মারা যান। মৃত্যুর খবর পেয়ে শোকাহত তাঁর পরিবার।
পিসির মৃত্যুর খবর শেয়ার করেছেন মেহমুদের ভাইপো নৌসাদ। তিনি লিখেছেন, ‘আশি বছরের ওপর বয়স হয়েছিল পিসির। ক্যানসার আক্রান্ত হওয়ার পর বিশেষ কিছু চিকিৎসা করা যায়নি, তিনি একজন অসামান্য মানুষ ছিলেন।’

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ


বলিউডে কাজ শুরুর আগে মীনা কুমারী তাঁর নাম দেন মিনু মমতাজ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে সিআইডি, ‘হাওড়া ব্রিজ’ ‘কাগজ কে ফুল’, ‘চৌধভিন কা চান্দ’ ‘সাহেব বিবি অর গুলাম’, ‘তাজমহল’, ‘ঘুনঘাট’, ‘ঘরানা’, গজল, ইনসান জাগ উঠা, ঘর বসাকে দেখো, সিন্দবাদ, আলিবাবা, আলাদিন। জাহান আরা চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন মিনু মমতাজ।