BRAKING :
মাধ্যমিকের কারণে মাইক ছাড়াই খালি গলায় ভাষণ দিলেন মন্ত্রী অরূপ রায়

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 12
আইভি আদক, হাওড়া: চলছে মাধ্যমিক পরীক্ষা। আইন মেনেই মাইক ছাড়াই বক্তব্য রাখলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সময়ে মাইক বাজানো নিষেধ। এবার সেই আইন মেনেই মাইক ছাড়াই অনুষ্ঠানে বক্তৃতা দিলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদানে সাউন্ড বাক্স থাকলেও না চালানোর নির্দেশ দেন মন্ত্রী। নিজেও মাইক ছাড়াই বক্তৃতা দিয়ে দলের অন্য কর্মীদের বার্তা দেন মন্ত্রী।