১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মিলন উৎসব-২০২২, বিশেষ ভূমিকায় ‘পুবের কলম প্রত্রিকা’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 30

পুবের কলম প্রতিবেদকঃ পার্ক সার্কাসে ডব্লুবিএমডিএফসি’র তত্ত্ববধানে অনুষ্ঠিত হতে চলেছে মিলন উৎসব-২০২২। শনিবার ১২ জানুয়ারি বিকেল ৫.৪৫ নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজনে থাকছে ‘পুবের কলম পত্রিকা’ ও সহযোগিতায় ‘একটি কুসুম ও বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’।

মিলন উৎসব-২০২২, বিশেষ ভূমিকায় ‘পুবের কলম প্রত্রিকা’
এই দিনের বিশেষ অনুষ্ঠানে পুবের কলম প্রত্রিকা তরফ থেকে একটি ‘টক শো’-এর আয়োজন করা হয়েছে। বিষয় থাকছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ভাবনা ও আজকের আমরা’।
বক্তব্য রাখবেন পুবের কলম প্রতিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অধিকর্তা ড. দেবনারায়ণ মোদক, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সম্পাদক জাহিরুল হাসান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল।
এছাড়াও এই বিশেষ অনুষ্ঠানটিকে আরও মনোগ্রাহী করে তুলতে নজরুলগীতি পেশ করবেন সোমঋতা মল্লিক ও ছায়ানট গোষ্ঠী।
বিশেষ ভূমিকা থাকছে তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুল (ডোমজুড়)।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিলন উৎসব-২০২২, বিশেষ ভূমিকায় ‘পুবের কলম প্রত্রিকা’

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ পার্ক সার্কাসে ডব্লুবিএমডিএফসি’র তত্ত্ববধানে অনুষ্ঠিত হতে চলেছে মিলন উৎসব-২০২২। শনিবার ১২ জানুয়ারি বিকেল ৫.৪৫ নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজনে থাকছে ‘পুবের কলম পত্রিকা’ ও সহযোগিতায় ‘একটি কুসুম ও বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’।

মিলন উৎসব-২০২২, বিশেষ ভূমিকায় ‘পুবের কলম প্রত্রিকা’
এই দিনের বিশেষ অনুষ্ঠানে পুবের কলম প্রত্রিকা তরফ থেকে একটি ‘টক শো’-এর আয়োজন করা হয়েছে। বিষয় থাকছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ভাবনা ও আজকের আমরা’।
বক্তব্য রাখবেন পুবের কলম প্রতিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অধিকর্তা ড. দেবনারায়ণ মোদক, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সম্পাদক জাহিরুল হাসান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল।
এছাড়াও এই বিশেষ অনুষ্ঠানটিকে আরও মনোগ্রাহী করে তুলতে নজরুলগীতি পেশ করবেন সোমঋতা মল্লিক ও ছায়ানট গোষ্ঠী।
বিশেষ ভূমিকা থাকছে তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুল (ডোমজুড়)।