কেন্দ্রের নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ
পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার ডোমকল জনকল্যাণ ময়দানে বিশাল সমাবেশের আয়োজন করে মিল্লি ঐক্য পরিষদ। ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ-এর দাবিতে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জামায়াতের রাজ্য সভাপতি ডাঃ মসিউর রহমান বলেন, ‘কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইনি কৌশলের আশ্রয় নিচ্ছে, যা মুসলিম সম্প্রদায়ের অধিকার হরণের সমতুল্য। এরই প্রতিক্রিয়ায় দেশজুড়ে চলছে বিক্ষোভ ও আইনি লড়াই।’ মিল্লি ঐক্য পরিষদের পক্ষে জামাআতে ইসলামি হিন্দের রাজ্য পরামর্শ পরিষদের সদস্য মুহাম্মদ আসরাফুল ইসলাম বলেন, ‘ওয়াকফ সম্পত্তি ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। সরকারের এই পদক্ষেপ মুসলিম সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী।’
ওয়াকফ আইন-১৯৯৫ অনুযায়ী, ওয়াকফ সম্পত্তি ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলির তত্ত্বাবধানে থাকে। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই আইন সংশোধনের প্রস্তাব এনেছে, যা ওয়াকফ বোর্ডের ক্ষমতা হ্রাস করে সরকারি নিয়ন্ত্রণ বাড়াতে পারে বলে অভিযোগ উঠেছে। মুসলিম সংগঠনগুলির মতে, এটা সম্প্রদায়ের স্বায়ত্তশাসন খর্ব করার চক্রান্ত। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে এই সংশোধনীর বিরুদ্ধে মামলা ও বিক্ষোভ চলছে।
মিল্লি ঐক্য পরিষদের পক্ষে জানানো হয়, এই সমাবেশ শুধু প্রতিবাদ নয়, বরং আইনি লড়াইয়ের প্রস্তুতি ও গণসচেতনতা তৈরির মঞ্চ। সমাবেশে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান, রাজ্য সম্পাদক মুহাম্মদ মসিউর রহমান, জামাআতে ইসলামি হিন্দ জেলা সভাপতি শামসুল আলম, ইন্ডিয়ান ন্যাশনাল লিগের সর্বভারতীয় সভাপতি প্রফেসর মুহাম্মদ সুলাইমান, অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস এবং সম্ভাবনা মঞ্চের সভাপতি সমরেন্দ্র ভট্টাচার্যের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও মিল্লি ও মুলকী মাসায়েলের সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জমিয়তে আহলে হাদিসের ডোমকল ব্লক সম্পাদক মাওলানা আলি হোসেন-সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জামাতে ইসলামি হিন্দের ডোমকল ব্লক সভাপতি মাসুদ করিম।