কলকাতাMonday, 18 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুজোর দিনেও চালু থাকবে মেট্রো পরিষেবা

mtik
October 18, 2021 7:46 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: বুধবার লক্ষ্মীপুজোর সরকারি ছুটি রয়েছে। কিন্তু সরকারি দফতর ছুটি থাকলেও বেসরকারি অফিস খোলা থাকবে। ফলে বেসরকারি জায়গায় কর্মরত মানুষদের অফিস যেতেই হবে। সেই কারণে যাত্রীদের সুবিধার্থে লক্ষ্মীপুজোর দিন ২১৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

বর্তমানে দৈনিক ২৬৬টি মেট্রো চলে। তবে লক্ষ্মীপুজোর দিন যাত্রী সংখ্যা কম থাকায় তা কমিয়ে ২১৪টি মেট্রো চালানো হবে বলে সোমবার ঘোষণা করা হয়েছে।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ওইদিন ১০৭টি করে অ্যাপ ও ডাউন মেট্রো চলবে। সকালে প্রথম পরিষেবা পাওয়া যাবে সাড়ে সাতটার সময় এবং রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ অফিস টাইমে ওই দিন সাত মিনিট পর পর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দুর্গাপুজোর সময়ও মেট্রো পরিষেবা অব্যাহত রাখা হয়েছিল। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশ্য দুর্গাপুজোর সময় ২০৪টি মেট্রো চালানো হয়েছিল।

তারপরেও গত দু’বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ভিড় হয়েছিল মেট্রো। টোকেন চালু না করা হলেও যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ৬ লক্ষ স্মার্ট কার্ড প্রস্তুত রাখা হয়েছিল মেট্রোর তরফে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোও লক্ষ্মীপুজোর দিন চালু থাকবে বলে জানানো হয়েছে।