পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য খুশির খবর, আগামী বছর ফের ভারতে আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ২০২৫ সালে কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল। যে দলের নেতৃত্ব দেবেন মেসি। বুধবার কেরালার ক্রীড়ান্ত্রী ভি আবদুরাহিমান সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। ম্যাচের সব খরচ বহন করবে কেরল সরকার। উল্লেখ্য, ২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। সে বার যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্ততি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। যুবভারতীতে এই ম্যাচে প্রায় এক লক্ষ দর্শক হয়েছিল।
আবদুরাহিমান আরও জানিয়েছেন, ২০২৫ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ম্যাচের আয়োজন করা হবে। কোচিতে এই ম্যাচ আয়োজিত হবে। এই স্টেডিয়ামে ৬০ হাজারû দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষ্যে ফিফা কর্তারাও কেরলে আসতে পারেন বলে জানা গিয়েছে। আবদুরাহিমান বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। সব ব্যবস্থা খতিয়ে দেখতে কয়েকদিনের মধ্যেই কেরলে আসবেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তারা। কেরলে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে। কাতার বিশ্বকাপের সময় তারা মেসিদের যেভাবে সমর্থন করেছে, তা নজর এড়ায়নি আর্জেন্টিনার। সে দেশের ফুটবল সংস্থা কেরলের সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল।