৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের বাড়িতে গৃহবন্দী করা হয়েছে মেহবুবা মুফতিকে, অভিযোগ অস্বীকার পুলিশ প্রশাসনের

ইমামা খাতুন
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আবারও ‘গৃহবন্দী’ করা হয়েছে, এমনটাই নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

বুধবার তিনি দাবি করেছেন, পুলিশ প্রশাসন তাঁকে নিজের বাড়িতে গৃহবন্দী করেছে। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।


তিনি এদিন আরও লেখেন, এর মধ্য দিয়ে আরও একবার প্রমাণ হলো, উপত্যকার জনজীবন মোটেই স্বাভাবিক নয়।

মেহবুবা মুফতি একটি টুইটে লিখেছেন, “গত রাতে বারামুল্লার পুলিশ সুপার ভাত্রে তাকে জানিয়েছিলেন যে পাত্তানে যেতে দেওয়া হবে না। আজ ওরা আমার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। দুঃখজনক যে আইন প্রয়োগকারী সংস্থা নির্লজ্জভাবে তাদের আটকেছে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য একটি টুইটে বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢোল পিটিয়ে কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন, আমি কেবল একজন কর্মীর বিয়েতে পাত্তান যাওয়ার জন্য গৃহবন্দী।” “যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকার এত সহজে স্থগিত করা যায়, তবে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনাও করা যায় না।” আপনারাই ভেবে দেখুন!

তবে গৃহবন্দী করে রাখা নিয়ে মেহবুবার অভিযোগ রাজ্য পুলিশ অস্বীকার করেছে।

পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মেহবুবা মুফতির ভ্রমণে কোনও রকম নিষেধাজ্ঞা নেই। তিনি নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজের বাড়িতে গৃহবন্দী করা হয়েছে মেহবুবা মুফতিকে, অভিযোগ অস্বীকার পুলিশ প্রশাসনের

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আবারও ‘গৃহবন্দী’ করা হয়েছে, এমনটাই নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

বুধবার তিনি দাবি করেছেন, পুলিশ প্রশাসন তাঁকে নিজের বাড়িতে গৃহবন্দী করেছে। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।


তিনি এদিন আরও লেখেন, এর মধ্য দিয়ে আরও একবার প্রমাণ হলো, উপত্যকার জনজীবন মোটেই স্বাভাবিক নয়।

মেহবুবা মুফতি একটি টুইটে লিখেছেন, “গত রাতে বারামুল্লার পুলিশ সুপার ভাত্রে তাকে জানিয়েছিলেন যে পাত্তানে যেতে দেওয়া হবে না। আজ ওরা আমার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। দুঃখজনক যে আইন প্রয়োগকারী সংস্থা নির্লজ্জভাবে তাদের আটকেছে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য একটি টুইটে বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢোল পিটিয়ে কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন, আমি কেবল একজন কর্মীর বিয়েতে পাত্তান যাওয়ার জন্য গৃহবন্দী।” “যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকার এত সহজে স্থগিত করা যায়, তবে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনাও করা যায় না।” আপনারাই ভেবে দেখুন!

তবে গৃহবন্দী করে রাখা নিয়ে মেহবুবার অভিযোগ রাজ্য পুলিশ অস্বীকার করেছে।

পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মেহবুবা মুফতির ভ্রমণে কোনও রকম নিষেধাজ্ঞা নেই। তিনি নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন।