৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে প্রেসিডেন্ট আসাদ সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২২, সোমবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ইরান সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠক করেই অবশ্য সিরিয়া ফিরে গিয়েছেন আসাদ। বৈঠকে খামেনি বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সম্মান-মর্যাদা বাড়িয়েছে। বর্তমান সিরিয়ার সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। কিন্তু বর্তমানে সিরিয়ার সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে দেখছে। আসাদকে উদেশ্য করে সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমাদের ও আপনাদের প্রতিবেশী দেশগুলোর কিছু নেতা জায়নবাদী ইসরাইলের নেতাদের সঙ্গে কফি খান। কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে জায়নবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এটাই এখন এই অঞ্চলের বাস্তবতা।’ আসাদকে খামেনি বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধে সিরিয়ার বিজয়ের পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হল আপনার উচ্চ মনোবল। এই মনোবল দিয়েই আপনি যুদ্ধের ক্ষতি পুষিয়ে দেশ পুনর্গঠন করতে সক্ষম হবেন।’ এই বৈঠকে ইরান ও সিরিয়ার সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানে প্রেসিডেন্ট আসাদ সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক

আপডেট : ৯ মে ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ইরান সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠক করেই অবশ্য সিরিয়া ফিরে গিয়েছেন আসাদ। বৈঠকে খামেনি বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সম্মান-মর্যাদা বাড়িয়েছে। বর্তমান সিরিয়ার সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। কিন্তু বর্তমানে সিরিয়ার সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে দেখছে। আসাদকে উদেশ্য করে সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমাদের ও আপনাদের প্রতিবেশী দেশগুলোর কিছু নেতা জায়নবাদী ইসরাইলের নেতাদের সঙ্গে কফি খান। কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে জায়নবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এটাই এখন এই অঞ্চলের বাস্তবতা।’ আসাদকে খামেনি বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধে সিরিয়ার বিজয়ের পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হল আপনার উচ্চ মনোবল। এই মনোবল দিয়েই আপনি যুদ্ধের ক্ষতি পুষিয়ে দেশ পুনর্গঠন করতে সক্ষম হবেন।’ এই বৈঠকে ইরান ও সিরিয়ার সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।