ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 122
পুবের কলম, ওয়েবডেস্ক: হাওড়ার ডোমজুড়ে ওএনজিসির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন পৌঁছেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল। কারণ আগুনের যা তীব্রতা, তা কেবল ইঞ্জিন মারফত জল দিয়ে নেভানো সম্ভব নয়। এলাকায় আপাতত RAF নামানো হয়েছে। রাসায়নিক ও তেলের কারখানা হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত রয়েছে। তার ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ডোমজুড় থানা ও দমকলে খবর দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। এখনও অবধি কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন: আগামীতে মধ্যবিত্ত শ্রেণি বলে আর কিছুই থাকবে না!
ডোমজুড়ে জাতীয় সড়কের পাশেই ওই ওএনজিসির কারখানা। প্রত্যেক দিনের মতো সোমবারও সেখানে কাজ চলছিল। দুপুরে আচমকা কারখানার একটি অংশে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশে। কর্মী ও অন্যান্যরা কারখানার বাইরে বেরিয়ে আসেন। হাওয়ার গতিবেগও বেশি থাকায় রাসায়নিক কারখানার আগুন দ্রুত ছড়াতে থাকে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল আধিকারিকরা।