পুবের কলম, ওয়েবডেস্ক: কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণীর রথতলার এক বাজি কারখানায়।
সূত্রের খবর, বিস্ফোরণের তিব্রতায় উড়ে গিয়েছে গোটা বাজি কারখানা। বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন সহ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।