পুবের কলম ওয়েব ডেস্কঃ ট্যুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদের জন্য ‘যথেষ্ট বোকা’ কাউকে খুঁজে পেলে ওই দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন এলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান বুধবার নিজের ট্যুইটারে এ কথা জানান।
ট্যুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি-না, সেই প্রশ্ন রেখে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে ভোট চেয়েছিলেন এলন মাস্ক। তাতে ভোট পড়ে মোট পৌনে ২ কোটি। আর সাড়ে ৫৭ শতাংশ উত্তরদাতা মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে মত দেন।
দু’দিন আগে ওই ভোটাভুটির ফল প্রকাশের পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন ট্যুইটারের মালিক এই ধনকুবের, যিনি কোম্পানির মালিক হওয়ার পর মাধ্যমটির খোলনলচে পাল্টে ফেলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়ে চলেছেন।
ট্যুইটারে এক বার্তায় মাস্ক বলেছেন, সিইও পদে চাকরি দেওয়ার জন্য ‘যথেষ্ট বোকা’ কাউকে পেলেই তিনি ট্যুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করবেন। ট্যুইটারে মাস্কের জায়গায় নতুন লোক এলে মাস্ক তখন কেবল সফটওয়্যার এবং সার্ভার টিম পরিচালনা করবেন।
উল্লেখ্য, গত অক্টোবরের শেষের দিকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কেনেন এলন মাস্ক। এরপর তিনি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন এবং এরপর থেকে সোশ্যাল সাইটটিতে তার আনা নানা পরিবর্তন বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দেয়। ইতিমধ্যেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। মালিকানা নেওয়ার পরই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিদায় করেছেন। তাকে নিয়ে প্রতিবেদন করায় সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছিলেন তিনি। যদিও বিভিন্ন সংস্থার সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।