ওমরাহ ও রমযানের তৈরি মসজিদুল হারামঃ মক্কার গভর্নর

- আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক : দুই বছর করোনার প্রকোপের কারণে হজ ও ওমরাহে নিয়ন্ত্রণ জারি থাকার পর ২০২২ সালে ওমরাহের জন্য তুলে নেওয়া হল প্রায সব নিয়ন্ত্রণ। তাই রমযানে ওমরাহ যাত্রীদের ব্যাপক আগমণ ঘটতে পারে এটা বিবেচনা করেই আগেভাগে প্রস্তুতি শুরু করেছে মক্কার প্রশাসন ও সেন্ট্রাল হজ কমিটি। ওমরাহর প্রস্তুতি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে সেন্ট্রাল হজ কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সাল যুবরাজ ফায়সাল আবার বাদশাহ সালমানের প্রধান পরামর্শদাতা।
এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ওমরাহ যাত্রীদের স্থলপথ সহ জলপথ ও আকাশ পথে আগমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার সবরকম ব্যবস্থা হবে। বিমানবন্দর থেকে মসজিদুল হারামে বা গ্রান্ড মসজিদে আসার জন্য ট্রেন সার্ভিস বাড়ানো হবে। এছাড়াও বাস ও অন্যান্য পরিবহণের ব্যবস্থা দ্বিগুণ করা হচ্ছে। এ বছর রমযান মাসে ওমরাহর সমাবেশ সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছে হজ ও ওমরাহ রিসার্চ সেন্টার। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্যে এই সেন্টার কাজ করে যাচ্ছে ডা. তুর্কি আল ওমরের নেতৃত্বে।
সউদি সরকার এই পবিত্র স্থান সমূহে মুসলিমদের সেবা করার মহান ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মনে করেন ডা. তুর্কি আল ওমর মসজিদুল হারামের সম্প্রসারণ কাজ সম্পন্ন এবং আগত পুণ্যার্থীদের ইবাদাত করার জন্য যাবতীয় সুবিধা রয়েছে কি না তা আরও একবার খতিয়ে দেখা হয়। ভিড় নিয়ন্ত্রণ ও সুবিধা বাড়ানোর জন্য অত্যাধুনিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওমরাহ কোম্পানির প্রতিনিধিরা তাঁরাও পরামর্শ দিয়েছেন হজ এবং ওমরাহ সময় পুণ্যার্থীদের সুবিধা আরও বাড়ানোর জন্য। উল্লেখ্য প্রায় দু’বছর বন্ধ থাকার পর হজ এবং ওমরাহ টু্র কোম্পানিগুলি তাদের অফিস খুলে ওমরাহর জন্য বিজ্ঞাপন শুরু করেছে। তবে লকডাউনের আগের পিরিয়ডের থেকে এ বছর ওমরাহ খরচ কিছুটা বেশি হবে বলে মনে করছেন সকলেই।