৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তৃনমূলের ঝাণ্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকি জঙ্গলমহলের মাওবাদী পোষ্টারে

রফিকুল হাসান
  • আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: ফের মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হল জঙ্গলমহলে। এবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের সারবত এলাকায়। সাদা কাগজে লাল কালিতে লেখা তিনটি পোষ্টার পাওয়া গিয়েছে। যেখানে স্থানীয় তৃনমূল নেতা অরুন পানের বিরুদ্ধে মাথা নিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তৃনমূলের ঝাণ্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এদিন সকালে ওই এলাকায় স্থানীয় মানুষজন পোষ্টারগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনা স্থানীয় কোনও দুষ্কৃতিদের কাজ বলেই সন্দেহ করছে পুলিশ। 

একইভাবে জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরাও বলেছেন, মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়ন কর্মসূচীতে জঙ্গলমহলের সমস্ত মানুষই সামিল হয়েছেন। এটা সহ্য হচ্ছে না বিজেপির। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে মাওবাদীদের নামে ওই পোষ্টারিং করেছে বলেও সরাসরি অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগে টিপু সুলতান নামে এক যুবককে ঝাড়গ্রামে গ্রেফতার করা হয়েছে। আবার পুজোর আগে খোদ মেদিনীপুর শহরেই মাওবাদী নামাঙ্কিত পোষ্টার পড়েছিল। তার আগেও জঙ্গলমহলের একাধিক জায়গায় এধরনের পোষ্টারিংয়ের ঘটনা ঘটেছে। 

সম্প্রতি সাংবাদিক সম্মেনে পুলিশ সুপার দীনেশ কুমারও বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলি স্থানীয় কোনও দুষ্কৃতিদের কাজ। পুলিশকর্তাদেরও অনেকেই মনে করছেন যে ব্যক্তিগত বিরোধ থেকেই এধরনের পোষ্টারিংয়ের ঘটনা ঘটেছে। এবার গোয়ালতোড়ে যার বিরুদ্ধে পোষ্টার পড়েছে সেই তৃনমূল নেতা অরুন পান বলেছেন, বর্তমানে মাওবাদী বলে কিছু নেই। মাওবাদীরা মুখ্যমন্ত্রীর ঘোষিত প্যাকেজ নিয়ে আগেই আত্মসমর্পন করেছেন। তার সঙ্গে কারও কোন বিরোধও নেই। গত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপিও ধরাশায়ী হয়েছে। সেই আক্রোশে বিজেপিই এ ঘটনা ঘটিয়েছে বলেই মনে করেন তিনি। পোষ্টারিংয়ের ঘটনার পর এদিন তিনি নিজেও ওই এলাকা ঘুরে এসেছেন বলে জানিয়েছেন। 

এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন জেলা বিজেপি সহ সভাপতি অরূপ দাস। তিনি বলেছেন, এর সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। তৃনমূলের অন্তর্কলহে এঘটনা ঘটতে পারে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃনমূলের ঝাণ্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকি জঙ্গলমহলের মাওবাদী পোষ্টারে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: ফের মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হল জঙ্গলমহলে। এবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের সারবত এলাকায়। সাদা কাগজে লাল কালিতে লেখা তিনটি পোষ্টার পাওয়া গিয়েছে। যেখানে স্থানীয় তৃনমূল নেতা অরুন পানের বিরুদ্ধে মাথা নিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তৃনমূলের ঝাণ্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এদিন সকালে ওই এলাকায় স্থানীয় মানুষজন পোষ্টারগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনা স্থানীয় কোনও দুষ্কৃতিদের কাজ বলেই সন্দেহ করছে পুলিশ। 

একইভাবে জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরাও বলেছেন, মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়ন কর্মসূচীতে জঙ্গলমহলের সমস্ত মানুষই সামিল হয়েছেন। এটা সহ্য হচ্ছে না বিজেপির। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে মাওবাদীদের নামে ওই পোষ্টারিং করেছে বলেও সরাসরি অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগে টিপু সুলতান নামে এক যুবককে ঝাড়গ্রামে গ্রেফতার করা হয়েছে। আবার পুজোর আগে খোদ মেদিনীপুর শহরেই মাওবাদী নামাঙ্কিত পোষ্টার পড়েছিল। তার আগেও জঙ্গলমহলের একাধিক জায়গায় এধরনের পোষ্টারিংয়ের ঘটনা ঘটেছে। 

সম্প্রতি সাংবাদিক সম্মেনে পুলিশ সুপার দীনেশ কুমারও বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলি স্থানীয় কোনও দুষ্কৃতিদের কাজ। পুলিশকর্তাদেরও অনেকেই মনে করছেন যে ব্যক্তিগত বিরোধ থেকেই এধরনের পোষ্টারিংয়ের ঘটনা ঘটেছে। এবার গোয়ালতোড়ে যার বিরুদ্ধে পোষ্টার পড়েছে সেই তৃনমূল নেতা অরুন পান বলেছেন, বর্তমানে মাওবাদী বলে কিছু নেই। মাওবাদীরা মুখ্যমন্ত্রীর ঘোষিত প্যাকেজ নিয়ে আগেই আত্মসমর্পন করেছেন। তার সঙ্গে কারও কোন বিরোধও নেই। গত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপিও ধরাশায়ী হয়েছে। সেই আক্রোশে বিজেপিই এ ঘটনা ঘটিয়েছে বলেই মনে করেন তিনি। পোষ্টারিংয়ের ঘটনার পর এদিন তিনি নিজেও ওই এলাকা ঘুরে এসেছেন বলে জানিয়েছেন। 

এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন জেলা বিজেপি সহ সভাপতি অরূপ দাস। তিনি বলেছেন, এর সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। তৃনমূলের অন্তর্কলহে এঘটনা ঘটতে পারে।