৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাঁকড়ায় ঈদে অংশ নিলেন বহু মানুষ, শান্তির বার্তা

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 17
আইভি আদক, হাওড়া: সাড়ম্বরে আজ উদযাপিত হচ্ছে ইদুজ্জোহা। বকরি ঈদ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বাঁকড়ার মসজিদে নামায পড়া। অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এই নামাজে।
হাওড়ার জেলার সর্বত্র সম্পন্ন হয় নামায পড়া। কিন্তু তার মধ্যে বাঁকড়ার নামাযে সবচেয়ে বেশি সংখক মানুষ উপস্থিত ছিলেন।
মসজিদের ঈদগাহ কমিটির তরফ থেকে সহ সম্পাদক সঞ্জু খান বলেন, ১৯৩৫ সালের আগে থেকে এখানে নামাজ পড়া হচ্ছে। এই সাল থেকে এখানে ঈদগাহ তৈরি হয়।
এখন এই নামাযে জাপানি গেট পর্যন্ত রাস্তা জুড়ে পড়া হয়। তিনি বলেন, মানুষের শরীরে পশু সুলভ আচরণ হচ্ছে। কুরবানি মানে শরীরের সেই পশুত্বতাকে বাদ দেওয়াটা। শান্তির বাতাবরণ রাখার আহ্বান জানান তিনি।