লখনউ, ১৫ অক্টোবর: উত্তরপ্রদেশের বাহরাইচে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় যোগী আদিত্যনাথের প্রশাসনকে নিশানা করলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতী। মঙ্গলবার এক্স হ্যান্ডলে বাহরাইচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই মায়াবতীর বক্তব্য, বিজেপির শাসনকালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। বাহরাইচের গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গিয়েছে বাইশ বছরের এক যুবকের। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মায়াবতী বলেছেন, সরকার যেন নিরপেক্ষ ভাবে গোটা ঘটনার তদন্ত করে।
উত্তরপ্রদেশের বাহরাইচের একটি গ্রামে গত রবিবার রাতে গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গিয়েছে বছর বাইশের এক যুবকের। রাম গোপাল মিশ্র নামে ওই যুবকের পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, দোষীদের শাস্তি দেওয়াটাই এখন তার প্রধান দায়িত্ব। এভাবেই তিনি ভিকটিমের পরিবারকে ইনসাফ পাইয়ে দেবেন বলে জানান। বিজেপি বিধায়ক মাহসী সুরেশ্বর সিংহ সাংবাদিকদের এ দিন এ কথা জানিয়েছেন।
বিধায়কের দাবি, এ দিন দুপুরে লখনউ গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত যুবকের পরিবার। তারা বিচার চান। সুরেশ্বরের বক্তব্য, ওই পরিবারটি যা চায়, তার থেকে বেশিই করবে রাজ্য সরকার। একটি শোভাযাত্রায় গান বাজানোকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত ওই গ্রামে। তার জেরেই গোষ্ঠী সংঘর্ষে প্রাণ যায় ওই যুবকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই গ্রামে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে অশান্তি ছড়ানোর জন্য যেভাবে যোগী রাজত্বের দিকে আঙুল তুলেছে বিরোধী দলগুলি, তাতে অনেকটাই কোণঠাসা বিজেপি।