পুবের কলম প্রতিবেদক: প্রত্যেক মানুষের জীবনে একটা আপনজন দরকার। কিন্তু সামাজিক পরিস্থিতি বা অবস্থার জন্য সবার ভাগ্যে এটা জোটে না। কিন্তু বাস্তবে কিছু মানুষের জীবনের গল্পটা আলাদা। সেইসব মানুষের প্রেম,ওঠানামা নিয়ে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী মানসী সিনহার পরিচালনায় তৈরি প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। এক কথায় বলা চলে এটি একটি মিষ্টি প্রেমের গল্প। ছবির নাম ঘোষণা, পোস্টার প্রকাশ হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
বিশিষ্ট অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত, শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরার প্রযোজনায় ‘ধাগা প্রোডাকশন’ নিয়ে আসছে ‘এটা আমাদের গল্প’ নামে ছবি। নির্মাতাদের বক্তব্য, এই গল্প শুধু দুটি মানুষের নয়, আরও অনেক মানুষের গল্প। এই ছবি তাদের গল্প বলবে যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষ। এই কাহিনিতে, দুটি সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের সম্পর্ক দেখা যাবে। প্রথমদিন এক হাজার মানুষ ছবি দেখলে পরের দিন এক লাখ দর্শক হবে বলেই আত্মবিশ্বাসী শুভঙ্কর মিত্র।
জানা গিয়েছে, দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে নিয়ে ছবি। ছবিতে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা ওরফে শাশ্বত ও অপরাজিতা আঢ্য। একটা সময় চায়ের দোকানে বসে দু’জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ। ভালোবাসা বাঁচাতে মানুষের পাশে থাকা ও টানাপোড়েন নিয়ে ছবি ‘এটা আমাদের গল্প’।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত ও সন্দীপ ভট্টাচার্যকে। প্রাঞ্জল দাসের পরিচালনায় তৈরি হয়েছে নেপথ্য সঙ্গীত। ছবিতে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বসু, কাজল চট্টোপাধ্যায়, মনস্বীতা ঠাকুরের কণ্ঠে গান রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ এপ্রিল।