পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বিজেপির ‘সুশাসন’-এর একটি ছবি প্রকাশ্যে এসেছে। ‘সব কা সাথ, সব কা বিকাশ’ তো দূরের কথা, দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে দলিত, তফসিলি জাতি-উপজাতিদের উপর নিগ্রহ, অত্যাচারের ঘটনা। বিশেষ করে >গোবলয়গুলিতে। এবার এক দলিত আদিবাসী যুবতীকে নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: আগামী বছর কেরলে খেলবে মেসির আর্জেন্টিনা
জানা গেছে, গত শনিবার নিজের জমিতে কাজ করার সময় আক্রান্ত মহিলা দেখেন অভয় বাঘ নামে এক ব্যক্তি তাঁর জমিতে ট্রাক্টর নামিয়ে দিয়েছেন। এরফলে ফসলের ক্ষতি হচ্ছে। স্বাভাবিক ভাবেই তিনি এর প্রতিবাদ করেন। দুজনের মধ্যে বচসা বাধলেও বিষয়টা সেই সময়ের জন্য ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু অভিযোগ, ওই দিনই পুকুর থেকে স্নান করে বাড়ি ফেরার সময় ওই মহিলাকে পাকড়াও করে অভিযুক্ত ট্রাক্টর চালক। মহিলাকে বেধড়ক মারধর করার পাশাপাশি, জাত তুলে কটুক্তি করে। তবে এখানেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। গায়ের জোর খাটিয়ে মানুষের মলও ঢুকিয়ে দেওয়া হয় নির্যাতিতার মুখে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তরুণীর আত্মীয়কেও মারধর করে ওই ব্যক্তি। নিন্দনীয় ঘটনাটি ঘটেছে >ওড়িশার বোলাঙ্গীর জেলায়।
সমগ্র ঘটনায় পুলিশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্ত ৷ তার খোঁজে জারি তল্লাশি। গত ১৬ নভেম্বর ঘটনাটি ঘটেছে।
সমগ্র ঘটনায় >বিজেডি সাংসদ নিরঞ্জন বিসি সাংবাদিক বৈঠক করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তবে রাজ্য সরকারকে এর দায় নিতে হবে বলেই হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: আগামী বছর কেরলে খেলবে মেসির আর্জেন্টিনা
বালাঙ্গিরের পুলিশ সুপার খিলারি ঋষিকেশ জ্ঞানদেও জানিয়েছেন, অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে। এমনকী তার খোঁজে প্রতিবেশী রাজ্যেও পুলিশের দল পাঠানো হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজে ব্যাপক ক্ষোভের উদ্রেক হয়েছে।