পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্য গঠিত জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উত্তরবঙ্গ সফরে। সেখান থেকে তিনি ফিরবেন ১৭ ফেব্রুয়ারি। তারপরই হবে জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে নতুন কোন ঘোষণাও করতে পারেন দলনেত্রী এমনটাই তৃণমূল সূত্রের খবর।
গত শনিবার ১২ ফেব্রুয়ারি কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকেন মমতা। সেখানেই ঘোষণা করা হয় নয়া জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যের নাম। তবে কোন পদ ঘোষণা করা হয়নি। একই সঙ্গে বিলুপ্ত করা হয় দলের সমস্ত শীর্ষ পদের।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৮ ফেব্রু্যারি, শুক্রবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ তারিখ ফিরেই তিনি ১৮ তারিখ বৈঠকে বসবেন। সেখানে কিছু পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন তিনি।
ইতিমধ্যেই রাজ্যের চার পুরনিগমে জয় পেয়েছে ঘাসফুল। শিলিগুড়ি বাদ দিয়ে বাকি তিনটি পুরনিগমে মেয়রের নাম ঘোষণার পাশাপাশি দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর বিষয়টিও রয়েছে। তাই আগামী শুক্রবার জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক হাইভোল্টেজ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।