পুবের কলম প্রতিবেদকঃ আগামী মাসের ১০ তারিখেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামতো বাজেট অধিবেশন শুরুর দিনে ভাষণ দেওয়ার জন্য রাজ্যপাল সি ভি আন¨ বোসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবারের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তার আগে বাজেট অধিবেশনের সূচনা দিনেই নৌশাদ আলি কক্ষে বেলা একটা নাগা ™রিষদীয় দলের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের ভূমিকা কী হবে? অধিবেশনে কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে? পরিষদীয় বৈঠকে সেইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
গত লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই দলীয় নেতৃত্বকে কড়া শাসনের শৃঙ্খলায় বাঁধতে চেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে দলের মধ্যে তৈরি করা হয়েছে দলীয়, পরিষদীয় এবং সংসদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যে দলীয় বিধয়কদের শৃঙ্খলার সম্পর্কিত পাঠদানের জন্য বিধানসভা অধিবেশনের সময়টিকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে দলকে।
গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে পরিষদীয় দলকে নিয়ে বিধানসভায় বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারের পরিষদীয় বৈঠক দলের শৃঙ্খলারক্ষার বিষয়ে কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। বিধানসভার অধিবেশনে হাজিরা দেওয়ার জন্যও কড়াবার্তাও দিয়েছিলেন। এবার বিধানসভা অধিবেশনের শুরুর দিনেই তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হাজির থাকার জন্য সব তৃণমূল বিধায়কদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এবারের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ দলের কাছে। এবারের বাজেটে যে সমস্ত প্রকল্প ঘোষণা করা হবে, সেইসব প্রকল্পগুলি শেষ করার বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিধায়কদের আচরণবিধি নিয়েও আলোচনা হবে পরিষদীয় বৈঠকে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় দল। গত পরিষদীয় বৈঠকেও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করা হয়েছিল। বাজেট অধিবেশনের শুরুতেই দলীয় বিধায়কদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য দলনেত্রী ফের পাঠ দেবেন বলে মনে করা হচ্ছে।
পরিষদীয় দলের বৈঠকের পরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে সেই সভায় দলের নেতা-মন্ত্রী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Trending
- নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ
- শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের
- ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও
- বিত্ত নিগমের ভোকেশনাল বোর্ডের চেয়ারম্যানের হলেন রফিকুল আলম
- চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: ইউনুস
- সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু
- আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান
- জম্মু ও কাশ্মীরে ৭ পাক জঙ্গিকে খতম করল সেনা
বিধানসভা অধিবেশনের শুরুর দিনেই তৃণমূলের পরিষদীয় দলকে নিয়ে বৈঠক মমতার
Related Posts
Add A Comment
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!
© 2025 PuberKalom.com. Designed by Flint De Orient.