পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই বুধবার ফের বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। বার বার রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মাঝে ব্যাঘাত ঘটানোর জন্য দুজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। এর পরেই লাগাতার কটাক্ষ করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু সাংবাদিক বৈঠক করে বলেন,’অগণতান্ত্রিক উপায়ে এই সাসপেন্ড করা হয়েছে। ধরনায় বসবেন বিজেপি বিধায়করা। আমরা অধিবেশনেও থাকব, ধরনাতেও বসব। রাজ্যের অবস্থা তুলে ধরার ক্ষ্মমতা নেই, খালি অবজ্ঞা। বাংলার মানুষক অবজ্ঞা করছে শাসকদল। হিটলারের মতো আচরণ করছে। আসলে মোদি-যোগীকে ভয় পাচ্ছেন মমতা। মুখ্যমন্ত্রীর মনে একটা ভয়-ভীতি কাজ করছে। আর আমরা এটা বেশ উপভোগ করছি।’
এদিকে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র শ্লেষাত্মকবাণে বিদ্ধ করে বলেন,’ হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। দেশে নজীরবিহীন ঘটনা।’
এদিন শুভেন্দু বলেন, আগের দিনও রাজ্যপালকে হেনস্থা করা হয়েছে। শাসকদল বিধানসভা, বাংলার মানুষকে অপমান করছে। ‘দুই বিধায়ককে সাসপেনশন তুলে নিতে অনুরোধ করেছিলাম। অধ্যক্ষ বলেছিলেন, লিখিত দিতে। আমরা বলেছি দরকার নেই’। অধ্যক্ষকে অনুরোধ সাসপেনশন প্রত্যাহার অবস্থা প্রত্যহার করে বিধানসভার অবস্থা স্বাভাবিক করুন।
রাজ্যের বিরোধী দলনেতা এদিন উত্তরপ্রদেশ ভোট নিয়ে বলেন, উত্তরপ্রদেশে যোগীই আসবেন। ভোটের ফল সকলের জানা।
উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও ফের বিধানসভায় ধুন্ধুমার। এদিন রাজ্যপালের ভাষণ চলাকালীন বার বার ব্যাঘাত ঘটানোর জন্য দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। অসংসদীয় কাজকর্মের অভিযোগে এই দুই বিজেপি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর পরেই বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি।