পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে বারুইপুরে থাকা নবনির্মিত টেলি অ্যাকাডেমি ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনয় থেকে শিক্ষা প্রি-প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশনের সব কিছুর সুবিধা মিলবে এখানে এক ছাদের তলায়। বারুইপুরে ১০ একর জমির উপরে এই টেলি অ্যাকাডেমি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। কেএমডিএ এবং তথ্য সংস্কৃতি দফতর মিলিতভাবে এই কমপ্লেক্স তৈরির পেছনে কাজ করেছে।
পূর্ব ভারতে এই প্রথম টেলিভিশন এবং সিনেমার শ্যুটিংয়ের জন্য একটি জায়গা তৈরি হল যা সম্পূর্ণভাবে সরকারি খরচে। এখানে ৫০ হাজার বর্গফুটের উপরে যেমন তৈরি হয়েছে অ্যাকাডেমিক ব্লক। ৪০ হাজার বর্গফুটে থাকছে হস্টেল ফেসিলিটি। সিরিয়াল এবং সিনেমার কলাকুশলীদের থাকবার এবং কাজ করবার জায়গা একই ছাদের তলায়। শ্যুটিংয়ের সুবিধার্থে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা।
চারটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিয়ো থাকছে এখানে। যার প্রতিটির মাপ ৭২০০ বর্গফুট। এখানে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য থাকছে পৃথক প্রশাসনিক ভবন, কনফারেন্স রুম ক্যান্টিন।
রাজ্য তথ্য সংßৃñতি দফতরের উদ্যোগে কেএমডিএ এই ভবন তৈরির কাজ করেছে। চারটি অত্যাধুনিক স্টুডিয়ো ছাড়া অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন ইত্যাদির ২ বছর ৪ মাসের পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীদের থাকার জন্য হস্টেলও রেডি করা হচ্ছে। ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে অ্যাকাডেমিতে।
এ দিন এই মঞ্চ থেকেই কলাকুশলী থেকে অভিনেতা সকলকে সম্মান জানাল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বলেন, এখন থেকে আর শ্যুটিংয়ের জন্য শুধু বাইরে যেতে হবে না। ভালো সিনেমার শ্যুটিংয়ের তো অবশ্যই বিদেশে যাবেন। কিন্তু রাজ্যে বসেও আগামী দিনে ভালোভাবে কাজ করা যাবে।