৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড ভোর্টে জয়ী হওয়ার পর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি মমতা,ঘোষণা করলেন তিন আসনের উপনির্বাচনের প্রার্থী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার
  • / 5

কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিকট্রি সাইন দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি খালিদুর রহিম

পুবের কলম ওয়েবডেস্ক ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেকর্ড ভোটে জয়ী হলেন ৫৮ ৮৩২ ভোটে জয়ী। রেকর্ড ভোটে জেতার পর রবিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান।

রেকর্ড ভোর্টে জয়ী হওয়ার পর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি মমতা,ঘোষণা করলেন তিন আসনের উপনির্বাচনের প্রার্থী

>
রেকর্ড ভোর্টে জেতার পর কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক ও অন্যান্যরা  

ছবি খালিদুর রহিম

“সকল সহকর্মী  বাংলার মানুষ এবং  দেশের মানুষকে  অভিনন্দন জানাচ্ছি ,২০১১ সালে  ৫৪০০০ ভোটে ২০১৬ তে জিতি ২৫০০০ থেকে ২৬০০০ ভোটে।কোন ওয়ার্ডে আমরা হারিনি । এই ভবানীপুরে সব ধর্মের মানুষ আছেন।  সারা বাংলা ভবানীপুরের দিকে তাকিয়ে ছিল নতুন করে ভবানীপুর প্রেরণা রয়েছে। আমি চিরঋণী ভবানীপুরের মানুষের কাছে।’’

এইদিন তিনি চারটি আসনে উপনির্বাচনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী

দিনহাটায় উদয়ন গুহ

খড়দহ শোভনদেব চট্টোপাধ্যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেকর্ড ভোর্টে জয়ী হওয়ার পর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি মমতা,ঘোষণা করলেন তিন আসনের উপনির্বাচনের প্রার্থী

আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেকর্ড ভোটে জয়ী হলেন ৫৮ ৮৩২ ভোটে জয়ী। রেকর্ড ভোটে জেতার পর রবিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান।

রেকর্ড ভোর্টে জয়ী হওয়ার পর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি মমতা,ঘোষণা করলেন তিন আসনের উপনির্বাচনের প্রার্থী

>
রেকর্ড ভোর্টে জেতার পর কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক ও অন্যান্যরা  

ছবি খালিদুর রহিম

“সকল সহকর্মী  বাংলার মানুষ এবং  দেশের মানুষকে  অভিনন্দন জানাচ্ছি ,২০১১ সালে  ৫৪০০০ ভোটে ২০১৬ তে জিতি ২৫০০০ থেকে ২৬০০০ ভোটে।কোন ওয়ার্ডে আমরা হারিনি । এই ভবানীপুরে সব ধর্মের মানুষ আছেন।  সারা বাংলা ভবানীপুরের দিকে তাকিয়ে ছিল নতুন করে ভবানীপুর প্রেরণা রয়েছে। আমি চিরঋণী ভবানীপুরের মানুষের কাছে।’’

এইদিন তিনি চারটি আসনে উপনির্বাচনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী

দিনহাটায় উদয়ন গুহ

খড়দহ শোভনদেব চট্টোপাধ্যায়।