পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)। শপথ নিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনের মধ্যে সৌজন্য বিনিময় করেন। তবে এদিন বিধানসভায় ছিলেন না কোনও বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হয়। রেজাল্ট বের হয় ২ অক্টোবর। ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জিতেছেন তিনি। ভবানীপুর উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের উপনির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবারের উপনির্বাচনে, সেই মার্জিন বেড়ে ৫৮ হাজার ছাড়িয়ে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন প্রায় ৭২ শতাংশ ভোট। ২০১১-য় নিজের রেকর্ডকে ২০২১-এ ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
মমতার এই শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিধানসভা ও রাজভবনের মধ্যে টানাপোড়েন চলে। বিধানসভা থেকে রাজভবনে প্রস্তাব আকারে একটি চিঠি পাঠানো হয়। যেখানে আগামী বৃহস্পতিবার বিধানসভায় এসে বিধায়ক মমতাসহ আরও দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে।
তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি– বিধানসভার গরিমা অনুযায়ী– রীতিনীতি অনুযায়ী আসুন। কাউকে ছোট করা নয়– আগামী ৭ তারিখ দুপুর ১২টার আগে আমরা চাইছি– বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। যদিও পরিষদীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর ট্যুইট করে রাজ্যের মানুষকে এর জবাব দিয়েছেন রাজ্যপাল। যেখানে তিনি লিখেছেন– নির্বাচনে জয়ের পর বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হোক। তার পরে সে সম্পর্কে রাজ্যপালকে অবগত করানো হলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি।