১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক ভবানীপুরে বিপুল ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে তিনি। এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের প্রায় ৭৬% এর বেশি পেয়েছেন তিনি পেয়েছেন তিনি।

তৃণমূলের মহিলা সমর্থদের উচ্ছ্বাস
ছবিঃ খলিদুর রহিম
তাঁর নিকতম প্রতিদ্বন্দী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রাপ্ত ভোটেরএখনও পর্যন্ত ১৯%।

কড়া প্রহরায় চলছে গণনা
ছবিঃ খলিদুর রহিম
ট্রেন্ড সামনে আসতেই কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে সবুজ আবীর নিয়ে উৎসবে মেতেছেন দলের কর্মী সমর্থকরা