পুবের কলম, ওয়েবডেস্ক: পুরো বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল করোনা। ভেঙে পড়েছিল বিশ্ব অর্থনীতি। মারা গিয়েছিল শয়ে শয়ে মানুষ। করোনা মহামারি কাটিয়ে একটু একটু করে ধাতস্থ হচ্ছিল বিশ্ব। এই আবহেকরোনার বছরপাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ঘটনাস্থল সেই চিন। সেদেশে তো সংক্রমণ রয়েছেই এবার মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে এইচএমপিভি-তে আক্রান্ত দুই শিশু
কীভাবে ছড়ায়?
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যার মধ্যে রয়েছে-
১. কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
২. হাত মেলানো বা স্পর্শ করা।
৩. সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালে নাকি ৩২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগের বছর সংখ্যাটা ছিল ২২৫। যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এই ভাইরাসের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন। সব রকম সতর্কতা অবলম্বন করতে বলেছে।